বাংলাদেশের বাসিন্দার হাতে মৃত্যু এক ভারতীয় কৃষকের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

WhatsApp Image 2021-10-03 at 11.51.49 PM

বিশ্বজিৎ কর্মকার,মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদের রাণীনগরে চর রাজানগর এলাকার সীমান্ত এলাকায় চাষের জমিতে কাজে গিয়ে মৃত্যু হল এক কৃষকের। মৃতের নাম ভরত মন্ডল। তিনি চর রাজনগরের পশ্চিম কলোনির বাসিন্দা।

পরিবার সূত্রে খবর, গত শনিবার সীমান্তে চাষের জমিতে কাজে যায় ভরত মন্ডল। দিন শেষে কাজ থেকে না ফিরলে খোঁজাখুঁজি শুরু করে বাড়ির লোকজন। তারা চর রাজানগর ক্যাম্পে দেখা করলে জানতে পারে ভরত মন্ডল এখনো ফেরেননি। বিএসএফ মারফত তারপরের দিন ভরত মন্ডলকে খোঁজার আশ্বাস দিয়ে ফ্ল্যাগ মিটিং করবেন বলেন। তবে পরেরদিনই বাড়ির লোকজন জানতে পারে ভরত মন্ডল মারা গিয়েছে।
পরিবার সূত্রে জানা যায়,ভরত মন্ডলের হাতে হ্যান্ডকাপ সহ মৃতদেহ পাওয়া যায় তবে এখনো পরিবারে সেই মৃতদেহ দেওয়া হয়নি। সূত্র মারফত জানা যায়, সীমান্ত লাগোয়া কৃষি জমি থাকায় বাংলাদেশের বিজিবি রায় ওই ব্যক্তিকে মেরে ফেলে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর