আজ তাহেরপুর পৌরসভায় পৌর গঠন করল বামেরা

সুরজিৎ দাস, নদীয়া: পৌরভোটের পর রাজ্য জুড়ে উড়েছে সবুজ ঝড় কিন্তু একমাত্র ব্যতিক্রম ছিল নদীয়ার তাহেরপুর পৌরসভা। আজ অনুষ্ঠিত হল তাহেরপুর পৌরসভার শপথ গ্রহন অনুষ্ঠান। আর এই পুরবোর্ড গঠন করলো বামফ্রন্ট।,

তাহেরপুর পুরসভার ১৩ টি ওয়ার্ডের মধ্যে CPIM জিতেছে ৮টি আসনে এবং 5টি ওয়ার্ড দখল করেছে TMC. তাহেরপুর পুরসভায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উত্তমানন্দ দাস এবং ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শোভা শীল।তাহেরপুর পুরসভায় আজ শপথ নেন নবনির্বাচিত 13জন কাউন্সিলর।এদিন নবনির্বাচিত 13 জন কাউন্সিলরকে শপথ বাক্য পাঠ করান রানাঘাট মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর কৌশিক প্রামানিক।

শপথ গ্রহণ অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের পাঁচ জন কাউন্সিলর অংশ নিলেও।চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচনে অংশ নেয়নি তৃণমূল কাউন্সিলররা।তাহেরপুরে বামেদের পুরবোর্ড গঠনকে কেন্দ্র করে ছিল টানটান উত্তেজনা।দুপক্ষেরই মুহুর্মুহু স্লোগানের মধ্য দিয়ে শপথ নেন নবনির্বাচিত কাউন্সিলরবৃন্দ। তবে তাহেরপুরে পুরবোর্ড গঠনকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Latest articles

Related articles