আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক, ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে পারেন প্রধানমন্ত্রী মোদি

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200517-WA0016

এনবিটিভি ডেস্ক: আজ কেন্দ্রীয় মন্ত্রিসভায় এক গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী মন্ত্রিসভায় দ্বিতীয় দফায় এটাই প্রথম মন্ত্রিসভার বৈঠক। কেন্দ্রীয় সরকার সূত্রে খবর ওই বৈঠক কিছু ‘ঐতিহাসিক’ সিদ্ধান্ত নিতে পারে মোদী সরকার। তবে মূল বৈঠকের আগে দেশের নিরাপত্তা ও আর্থিক অবস্থা নিয়ে পৃথক বৈঠক হবে।

কী সিদ্ধান্ত হতে পরে ওই বৈঠকে?  সূত্রের খবর, ‘এক দেশ এক বাজার’ নীতি ঘোষণা হতে পারে ওই বৈঠক থেকে। এর ফলে ভালো দামের জন্য কৃষকরা তাদের ফসল দেশের যেকোনও জায়গায় বিক্রি করতে পারবেন।

লকডাউন ৪ এর মধ্যেই লাদাখকে ঘিরে ভারত-চিন উত্তেজনা চরমে ওঠে। কোনও কোনও মহলের ধারনা, মন্ত্রিসভায় বৈঠকেও ওই বিষয়টিও উঠতে পারে।

করোনা ভাইরাসের সংক্রমণ ও লকডাউনে বেহাল অর্থনীতি। এরকম এক পরিস্থিতিতে আনলক-১ এ কীভাবে দেশজুড়ে অর্থনৈতিক কাজকর্ম ফের চালু করা যায় তা নিয়েও আলোচনা হবে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর