বছরের প্রথম দিনে মাইথনে নামলো পর্যটকদের ঢল, পরোয়া নাই করোনা বিধির

এনবিটিভি, আসানসোলঃ নতুন বছরের প্রথমদিনেই আসানসোল মাইথন পর্যটন কেন্দ্রে পিকনিক ও ঘুরতে আসা পর্যটকদের নামলো ঢল। সুবজ মনোরম পরিবেশ মাইথন জ্বলাধরে পিকনিক করতে বা ঘুরতে বহু দূরদুরন্ত থেকে পর্যটক দের আগমন দেখা গেলো বছরের প্রথম দিনে। চলছে পর্যটকদের জন্য নৌকাবিহার ও স্পিডবোর্ডে করে ঘোরা। একই সাথে মা কল্যানেশ্বরী মন্দিরে ভক্তদের ভিড় দেখার মতো ছিলো।

মাইথনের নদীতে পর্যটক।

এদিকে রাজ্যে করোনা সংক্রমণের হার দিন দিন বেড়েই চলেছে। সতর্ক করা হচ্ছে বিভন্ন মাধ্যমে। তার পরেও সচেতনতার কনও প্রকার চিহ্ন দেখা মিলছে না।

 তবে মাইথনপর্যটন পিকনিক এবং ঘুরতে আসা বেশিরভাগ পর্যটকদের মুখে মাস্ক ছাড়াই ঘোরাঘুরি ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরাতে। প্রশাসনের পক্ষ থেকে করোনা বিধি মানার বারবার মাইকিং করে প্রচার করা হচ্ছে। কিন্তু মানুষ সচেতন হচ্ছে না।

Latest articles

Related articles