এনবিটিভি: কখনো বিরোধী রাজনৈতিক দলের নেতাদের কে হুমকি, কখনো প্রশাসন কে হুমকি, আবার কখনো মজা করে উস্কানিমূলক মন্তব্য , বারবার শিরোনামে উঠে এসেছেন তৃণমূলের বীরভূম সভাপতি অনুব্রত মণ্ডল।বিতর্ক যেন কোন মতেই পিছু ছাড়ছে না তৃণমূল কংগ্রেসের বীরভূমের দোর্দণ্ড প্রতাপ নেতা অনুব্রত মণ্ডলের। এর আগে মঞ্চে দলের নেতার হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেওয়া থেকে শুরু করে বিজেপিকে হুমকি সমালোচনা ডেকে এনেছিল অনুব্রতকে। এবার আরও এক নতুন বিতর্কে জড়িয়ে পড়লেন অনুব্রত।
জানা গেছে বৃহস্পতিবার ছিল বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সাঁইথিয়া ব্লকের বুথ সম্মেলনে। এই সম্মেলনে এক বুথ সভাপতিকে বের করে দেওয়ার নির্দেশ দিলেন অনুব্রত। তার অপরাধ, তিনি নাকি দলের গোষ্ঠী কোন্দলের কথা তুলে ধরতে চেয়েছিলেন।
অনুব্রতের কোপে পড়া তৃণমূলের ওই নেতা হলেন সাঁইথিয়া ব্লকের বনগ্রাম পঞ্চায়েতের মারকোলা গ্রামের বুথ সভাপতি শান্ত মণ্ডল। তিনি গত ভোটে হারের। বিশ্লেষণ করতে গিয়ে দলীয় কোন্দলের প্রসঙ্গ টানেন। তাতেই ক্ষেপে যান অনুব্রত। এরপর তাকে সভা ছেড়ে চলে যেতে বলে বচসা হয়। জড়িয়ে তা সামাল দেন পিনাকী লাল দত্ত, শান্তনু রায়, সাবের আলি প্রমুখ।