বিশ্বজিৎ কর্মকার, মুর্শিদাবাদঃ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করলেন মুর্শিদাবাদের রানিনগর বিধানসভার যুব তৃণমূল নেতা ও কর্মীরা। শনিবার ইসলামপুর দলীয় কার্যালয়ের সামনে পতাকা উত্তোলনের মাধ্যমে এই দিবস উৎযাবন করা হয়।
তবে শুধু পতাকা উত্তোলন নয় দুঃস্থদের খাবার বিতরণ ও করা হয় এদিন। যুব তৃণমূলের কর্মীরা হাসপাতাল চত্বরের দুঃস্থ ও হাসপাতালেরও অনেক মানুষজনকে খাবার তুলে দেয়।
এদিন ওই কর্মসূচী উপলক্ষে উপস্থিত ছিলেন রাজ্যের যুব তৃণমূলের সাধারণ সম্পাদক অভিজিৎ কর্মকার, রানিনগর ১ এর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তন্ময় ভদ্র সহ তৃণমূলের অন্যান্য নেতা ও কর্মীরা।