পনেরো বছর ধরে বিনামূল্যে দুঃস্থদের পড়িয়ে চলেছেন মুর্শিদাবাদের ইসলামপুরের বাসিন্দা পৃথ্বীরাজ ঘোষ হাজরা

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

WhatsApp Image 2021-08-28 at 9.14.22 PM

বিশ্বজিৎ কর্মকার, মুর্শিদাবাদঃ ছোট বেলায় স্কুলের এক শিক্ষকের কাছে পড়েছিলেন বিনে পয়সায়। শিক্ষকের কাছে সেই শিক্ষা নিয়ে নিজেও হেঁটেছেন সেই পথেই। মুর্শিদাবাদের ইসলামপুরের বাসিন্দা পৃথ্বীরাজ ঘোষ হাজরা।

প্রায় পনেরো বছর আগে দুটো ছাত্র নিয়ে শুরু পথচলা। আজ পর্যন্ত বিনা পয়সা তেই দুঃস্থ ছাত্রীদের পড়িয়ে আসছেন পৃথ্বীরাজ। নিজের স্কুলের নাম দিয়েছেন গুরু দক্ষিনা পাঠশালা

 করোনা আবহেও বন্ধ হয়নি পৃথ্বীরাজের গুরুদক্ষিণা পাঠশালা। তবে এখন আর এক জায়গায় নয়,পাড়ায় পাড়ায় গিয়ে ১০/১২ জন নিয়ে পড়ানোর কাজ চলছে এই পাঠশালায়। কারোর বাড়ির বারান্দা,কারোর বা বাড়ির বৈঠকে,কখনো কখনো আবার গাছের তলাতেও চলছে পড়াশোনার কাজ। আর তার এই উদ্যোগ কে সাধুবাদ জানান গ্রামের সকলেই।

 বর্তমানে সেই পাঠশালায় ছাত্র সংখ্যা ৬৫। দ্বিতীয় শ্রেণী থেকে সপ্তম শ্রেণীর ছাত্র ছাত্রীদের নিয়েই চলে পঠন পাঠণ। মাঝে মাঝে বই, খাতা,কলম ও কিনে দেন পৃথ্বী রাজ স্যার।

 বিনামূল্যে ছাত্র ছাত্রীদের পড়ানো ছাড়া তিনি ইসলামপুর হাসপাতালে অস্থায়ী ভাবে কাজ করেন এবং তার আয়ের বেশিরভাগই ব্যয় করেন শিশুদের পড়াশোনায়।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর