
বেআইনি কার্যকলাপে হাতেনাতে পাকড়াও হল তৃণমূল নেতা। বিষ্ণু রায়, তৃণমূলের মাঝেরডাবরি অঞ্চলের সভাপতি ও তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামী। পুলিশ সূত্র মারফত খবর, গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ আলিপুরদুয়ারের শামুকতলা থানার ২ নং গ্রাম পঞ্চায়েত থেকে গ্রেপ্তার করে দুই ব্যক্তিকে।
এই দুই ব্যক্তির মধ্যে একজন জেলা হাসপাতালের গ্রুপ ‘ডি’ -এর কর্মী এবং অপরজন তৃণমূল পরিচালিত ১১/২৬৩ বুথের সদস্যার স্বামী। পুলিশ ধৃতের কাছ থেকে ৫২ গ্রাম ওজনের ব্রাউন সুগারের প্যাকেট, কিছু নগদ টাকা এবং একটি ওজন মাপার যন্ত্র উদ্ধার করেছে। অভিযুক্ত চন্দন মণ্ডল এবং বিষ্ণু রায়ের বিরুদ্ধে পুলিশ ইতিমধ্য এনডিপিএস আইনে মামলা রুজু করা।