এনভিটিভি,ওয়েবডেস্ক: বুথে নেই কেন্দ্রীয় বাহিনী। ঝামেলা শুরু করে দিয়েছিলেন বিজেপি কর্মী–সমর্থকরা। বন্ধ হয়ে যায় ভোটগ্রহণ। এই পরিস্থিতি দেখে আসরে নামেন নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ান। বিজেপি কর্মী ও প্রিসাইডিং অফিসারের সঙ্গে বচসার পর প্রশাসনিক কর্তাদের ফোন করেন সুফিয়ান। চান কেন্দ্রীয় বাহিনী। প্রসঙ্গত, নন্দীগ্রাম–১ ব্লকের মহম্মদপুর–২ পঞ্চায়েতের তারাচাঁদবাড়ে ৬৭ এবং ৬৮ নম্বর বুথে ছিল না কেন্দ্রীয় বাহিনী। বাহিনী রাখার দাবি তুলে স্থানীয় বিজেপি কর্মীরা শনিবার সকালে বুথে ঢুকে বিক্ষোভ শুরু করেন। বন্ধ হয়ে যায় ভোটগ্রহণ। বুথের বাইরে দীর্ঘ লাইন পড়ে যায় ভোটারদের। ওই এলাকারই ভোটার সুফিয়ান। খবর পেয়ে তিনি ওই বুথে যান। কেন ভোটগ্রহণ বন্ধ তা নিয়ে বিজেপি কর্মীদের সঙ্গে বচসা হয় তাঁর। ভোটগ্রহণ শুরু করা নিয়ে প্রিসাইডিং অফিসারের সঙ্গেও বিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। এর পর সুফিয়ান নিজেই প্রশাসনিক কর্তাদের ফোন করে কেন্দ্রীয় বাহিনী চান। পুলিশের একটি কুইক রেসপন্স টিম ঘটনাস্থলে যায়। তবে দীর্ঘক্ষণ সেখানে বন্ধ ছিল ভোটগ্রহণ।
নন্দীগ্রামের একাধিক বুথে বন্ধ ভোটগ্রহণ, ফোন করে কেন্দ্রীয় বাহিনী চাইলেন তৃণমূল নেতা সুফিয়ান
Related articles