রেলে চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার দুই যুবক

রেলে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে মালদা ডিআরএম অফিস থেকে ওই দুই যুবককে আটক ও তারপরে পরে তাদের গ্রেপ্তার করে ইংরেজবাজার থানার পুলিশ। ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। প্রতারণা চক্রে আর কারা যুক্ত রয়েছে তদন্ত শুরু করেছে পুলিশ।                 রেলের গ্রুপ সি পদে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে 6 লক্ষ টাকা দাবি করেন ব্যান্ডেল এর বাসিন্দা কামেশ্বর সিংহ। দাবি মতো এক লক্ষ পনেরো (১১৫০০০) হাজার টাকা পেমেন্টও করা হয়। এরপর চাঁচল এর বাসিন্দা জ্যোতির্ময় পান্ডেকে নিয়োগ পত্র পাঠানো হয় মেল মারফত। চাকরিতে যোগ হওয়ার পর আরও পাঁচ লক্ষ টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু বিষয়টি নিয়ে সন্দেহ হয় জ্যোতির্ময় পান্ডে এবং তার মা রুমা পান্ডের। এরপরেই তারা থানাতে যোগাযোগ করলে পুলিশ ও আরপিএফের সহযোগিতায় প্রতারণা চক্রের ২ জনকে প্রথমে আটক ও তারপরে গ্রেফতার করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। মূল অভিযুক্তের খোঁজ করার পাশাপাশি এই প্রতারক চক্র আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

Latest articles

Related articles