এনবিটিভি ডেস্কঃ মঙ্গলবার সকালে ইউক্রেনের খারকিভে নিহত হন ভারতীয় ছাত্র নবীন গয়ানগৌদার। নবীন কর্ণাটকের হাভারির বাসিন্দা। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে মারাত্মক মুখোমুখি সংঘর্ষে তিনিই প্রথম ভারতীয় হতাহত হন। নবীন গত চার বছর ধরে ইউক্রেনে পড়াশোনা করছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি সকালের নাস্তা করতে গেলেই এ মর্মান্তিক ঘটনা ঘটে।
আজ ইউক্রেনে পড়তে গিয়ে মৃত্যু হল আরও এক ভারতীয়ের মৃতের নাম চন্দন জিন্দল। পঞ্জাবের বরনালার বছর বাইশের এই ছাত্র ডাক্তারি পড়তে ইউক্রেনে গিয়েছিলেন। সে দেশের বিনিতশিয়া ন্যাশনাল পাইরোগোভ মেমোরিয়াল মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র চন্দন জিন্দল রুশ ক্ষেপণাস্ত্রে নয়, মারা গিয়েছেন ব্রেন স্ট্রোকে।