নাগরিকত্ব আইনের জেরে সংঘাতে মেঘালয়ে সংঘর্ষে দুজন নিহত

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

২৫

মেঘালয় রাজ্যের পূর্ব খাসি পার্বত্য জেলায় সিএএ নিয়ে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

বুধবার রাতে সিএএ  নিয়ে ওই অঞ্চলে একটি বৈঠকের পর ওই দুই ব্যক্তির ওপর হামলা করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পূর্ব খাসি পার্বত্য জেলার শেলা বিধানসভা আসনের দুটি অঞ্চল থেকে ওই দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ওই অঞ্চলে বাড়তি নিরাপত্তারক্ষী মোতায়ন করা হয়েছে বলে জানিয়েছেন পূর্ব খাসি পার্বত্য জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট ঋতুরাজ রবি।

২০১৯ সালের ১১ ডিসেম্বরসিএএ পাস হওয়ার পর দেশজুড়ে আন্দোলন শুরু হয়। উত্তর-পূর্ব ভারত এবং রাজধানী দিল্লিসহ একাধিক জায়গায় সংঘর্ষের জেরে কয়েক মাসে অন্তত ৬৯ জন নিহত হন। এবার আইনটি বাস্তবায়িত হওয়ার পর দেশের বিভিন্ন প্রান্তে মানুষ বিক্ষোভ দেখিয়েছেন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর