এনবিটিভি, মুর্শিদাবাদঃ রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল মুর্শিদাবাদ ডোমকল থানার অন্তর্গত নিশ্চিন্তপুর এলাকার দুই ব্যক্তির। গোটা ঘটনায় এলাকা ও পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালে জব্বার মন্ডল ও হাসানুল হক দুই ব্যক্তি মিলে রাজমিস্ত্রির কাজ করছিল। তখনই জল তোলার জন্য মোটর চালালে বিদ্যুৎপৃষ্ট হয় জব্বার মন্ডল (৪০)। এরপর তাকে বাঁচাতে গেলে বিদ্যুৎ পৃষ্ট হয় এহসানুল হোক (২৪)। তড়িঘড়ি স্থানীয়রা তাদের উদ্ধার করে নিকটবর্তী হসপিটালে নিয়ে গেলে সেখানে মৃত বলে ঘোষনা করা হয়। এরপর ডোমকল থানার পুলিশ মৃতদেহ দুটিকে ময়নাতদন্তের জন্য পাঠায়।