বেআইনী গাছ কাটার সময় বেকায়দায় গাছ পড়ে মৃত্যু হল বাইক এক আরোহীর

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

মৃত্যু।
মৃত্যু।

সুরজিৎ দাস, নদীয়া, এনবিটিভিঃ নদীয়ার শান্তিপুর থানার গয়েশপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় চলছিল রাস্তার ধারে বেআইনিভাবে  গাছ কাটার কাজ। ঠিক তখনই ওই রাস্তা দিয়ে মোটর বাইকে করে যাচ্ছিলেন খোরশেদ মন্ডল  নামে এক ব্যক্তি, তখনই তার মাথায় পড়ে যায় গাছের ডাল। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির।

 এরপর উত্তেজিত জনতা মৃতদেহ আটকে শুরু করে বিক্ষোভ। মৃতদেহ ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় ওই এলাকা। ঘটনাস্থলে মৃত দেহ উদ্ধার করতে গেলে জনতার রোষের শিকার হন পুলিশ। পুলিশের গাড়ি ভাঙচুর করার চেষ্টা করে বিক্ষুব্ধ জনতা।

প্রত্যক্ষদর্শী।

তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে চলেছে এই চোরা কাঠের করবার। সরকারি গাছ কেটে বিক্রী করেছে চোরা কাঠ ব্যাবসায়ীরা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে চলেছে এই চোরা করবারের ব্যাবসা কিন্তু প্রশাসন কোন পদক্ষেপ নেয়নি।

পুলিশ এসে মৃতদেহটিকে উদ্ধার করতে গেলে কার্যত ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় পুলিশ আধিকারিককে।

স্থানীয় বাসিন্দাদের দাবী, যারা অভিযুক্ত তাদের চিহ্নিত করে অবিলম্বে শাস্তি দেওয়া হোক। এখনো ঘটনাস্থলে পড়ে রয়েছে মৃতদেহ। চরম উত্তজনা গোটা এলাকা জুড়ে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর