নিউজ ডেস্ক : তিমির বমি বা বাণিজ্যিক ভাষায় অ্যাম্বাগ্রিস গোপনে বিক্রি করতে গিয়ে মুম্বাইতে গ্রেফতার দুই। দুই ব্যক্তি লোয়ার প্যারেল এলাকায় গোপনে প্রায় ৭ কেজি ওজনের এই মূল্যবান অ্যাম্বাগ্রিস বিক্রি করতে গিয়ে মুম্বাই পুলিশের হাতে আটক হন। আন্তর্জাতিক বাজারে এর দাম প্রায় সাড়ে ৭ কোটি টাকা। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাদের আটক করে বলে খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের। তারা দুই জনেই মহারাষ্ট্রের রায়গড় এলাকার বাসিন্দা।
কিছুদিন আগে একই রকম এক ঘটনায় দুইব্যক্তিকে ২ কোটি টাকা মূল্যের অ্যাম্বাগ্রিস সহ গ্রেফতার করে মুম্বাই পুলিশ।
তিমির বমি আসলে কি আর কেনই বা এত দাম? আসলে এটি তিমির বমি বা অ্যাম্বাগ্রিস কিছু বিশেষ বিরল প্রজাতির তিমির পাকস্থলীতে পাওয়া স্বচ্ছ সুগন্ধযুক্ত এক কঠিন বস্তু। আন্তর্জাতিক বাজারে অতি মূল্যবান কিছু পারফিউম তৈরিতে ব্যবহৃত হয় এই অ্যাম্বাগ্রিস। এটা মূলত পারফিউমের সুগন্ধ বৃদ্ধি করে। এই অ্যাম্বাগ্রিস ‘ভাসমান স্বর্ন’ নামেও পরিচিত। কারণ এটি সমুদ্রের পানিতে ভাসমান অবস্থায় থাকে। তবে ভারতে এটির ক্রয় বিক্রয় সম্পূর্ণরূপে নিষিদ্ধ বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুসারে।