এনবিটিভি, ওয়েব ডেস্ক: অগ্নিগর্ভ মণিপুরে অশান্তি অব্যাহত। নিজের বাড়ির সামনে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো এক মহিলার সাওমবং এলাকায়। শনিবার সন্ধেবেলা নিজের বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। আচমকাই আগ্নেয়াস্ত্র নিয়ে হাজির হয় কয়েকজন এবং এলোপাথাড়ি গুলি চালায়। এমনকি পালানোর আগে ওই মহিলার মুখ একেবারে থেঁতলে অবধি দেওয়া হয়। ইতিমধ্যেই এলাকা ঘিরে ফেলে দোষীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
অন্যদিকে আওয়াং সেকমাই এলাকায় থানার সামনে পুলিশের ব্যবহৃত তিনটি ট্রাক জ্বালিয়ে দেওয়া হয়। কাদের হাত রয়েছে তা এখনও জানা যায়নি।