এনবিটিভি, ওয়েব ডেস্ক: বিশ্ব হিন্দু পরিষদের মিছিল ঘিরে অশান্তি হরিয়ানায়। পাথর অবধি ছোড়া হয় বলে জানা গিয়েছে। এই অশান্তির জন্য ২৫০০ জন স্থানীয় একটি মন্দিরে আশ্রয় নেয় এবং বন্ধ করা হয় ইন্টারনেটও।
জানা গিয়েছে, গুরুগ্রামের নুহ-তে বিশ্ব হিন্দু পরিষদের ‘ব্রিজ মন্ডল জলাভিষেক যাত্রা’কে গুরুগ্রাম-আলোয়ার হাইওয়েতে বাধা দেয় একদল যুবক। তারপর শুরু হয় পাথর ছড়াছুড়ি। জ্বালিয়ে দেওয়া হয় গাড়িগুলি। মিছিলে অংশ নিয়েছিল, নেওয়া ২৫০০ জন স্থানীয় একটি মন্দিরে আশ্রয় নেন। পুলিশ এখনও তাদের সেখান থেকে বের করতে পারেনি। পুলিশ জানিয়েছে, ২০ জন আহত হয়েছেন এবং গুলিবদ্ধ হয়েছেন একজন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয়েছে।
একটি সূত্রের দাবি, মাঝে বজরং দলের এক সদস্য মনু মানেসারের সামাজিকমাধ্যমে একটি ‘আপত্তিকর’ ভিডিওর জেরেই এই সংঘর্ষ। বিতর্কিত ভিডিওতে মনু খোলা চ্যালেঞ্জ করেন, ধর্মীয় যাত্রা চলাকালীন মেওয়াতে থাকবেন তিনিও। এলাকায় অপরাধী কার্যকলাপের সঙ্গে যুক্ত মনুকে মিছিলে দেখার পরেই অশান্তি ছড়ায় বলে দাবি।