এনবিটিভি, ওয়েব ডেস্ক: শনিবার রাত থেকে নতুন করে অশান্তি ছড়িয়েছে মণিপুরের ইম্ফল পশ্চিম জেলায়। উন্মত্ত জনতা লাংগল গ্রামে ঢুকে ১৫টি বাড়ি জ্বালিয়ে দেয় এবং এলোপাথাড়ি গুলিও ছোড়ে যার জেরে এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন। তবে এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের শেল ফাটায় নিরাপত্তা বাহিনী।
জানা গিয়েছে, রবিবার সকালে পরিস্থিতি শান্ত। এলাকায় প্রচুর পুলিশ এবং আধা সেনা মোতায়েন করা হয়েছে এবং জারি রয়েছে কারফিউ।