উত্তরপ্রদেশের হাথরাসে ঘটা নৃশংস ধর্ষণ কাণ্ডের ধিক্কার জানিয়ে কেম্পাস ফ্রন্ট অফ ইন্ডিয়ার এক প্রতিবাদি কার্যসূচী

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20201003-WA0030

এনভিটিভি ডেস্ক, জামিল হোসেন (আসাম করিমগঞ্জ): উত্তরপ্রদেশের হাথরাসে ঘটা নৃশংস ধর্ষণ কাণ্ডের ধিক্কার জানিয়ে পুরো দেশের সাথে তাল মিলিয়ে আজ বদরপুর চৌমাথায় ভারতীয় জাতীয় ছাত্রসংগঠন কেম্পাস ফ্রন্ট অফ ইন্ডিয়া করিমগঞ্জ জেলা কমিটির উদ্যোগে এক প্রতিবাদি কার্যসুচি আয়োজন করা হয়। এই প্রতিবাদী সভায় বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র সংগঠনের কর্মকর্তা সহ স্থানীয় জনতাও অংশগ্রহণ করেন। বদরপুর চৌমাথায় বরাক লজের সম্মুখ থেকে বদরপুর চৌমাথায় পুলিশ পয়েন্টের পাসে প্রথমে তারা একটি মৌন মোমবাতি মিছিল করেন। তারপর এখানে নানা স্লোগানে আকাশ পাতাল মুখরিত করে পৈশাচিক কাণ্ডের ধিক্কার জানান। তারপর হাতে মোমবাতি নিয়ে শোকজ্ঞাপন করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপস্থিতি মহলের পক্ষ থেকে কয়েকজন প্রতিনিধি।

কেম্পাস ফ্রন্ট অফ ইন্ডিয়ার জাতীয় কমিটির সদস্য করিমুল বারি তাঁর বক্তব্যে উক্ত কাণ্ডের তীব্র নিন্দা জানান। তিনি এই ঘটনায় জড়িত নরপিশাচদের উপযুক্ত শাস্তি সহ আরও কয়েকটি বিশেষ দাবি রাখেন। এছাড়া সভায় বক্তব্য রাখেন আসাম প্রদেশ কংগ্রেসের সহ-সম্পাদক দাইয়ান হুসেন। তিনি গত দুই দিন পূর্বে হাথরাস যাওয়ার পথে বিখ্যাত বিরোধী নেতা রাহুল গান্ধী ও সর্বভারতীয় কংগ্রেসের সম্পাদীকার উপর পুলিশের দুর্ব্যবহারের কঠোর নিন্দা জানান। এমন লজ্জাজনক কাণ্ড সরকারের ইশারায় হচ্ছে বলেই তাঁর অভিমত।তিনি আরও বলেন যে বর্তমানে দেশে অগুশিত ইমারজেন্সি চলছে। এই সরকার গনতন্ত্র কে ধংস করেছে সংবিধান উলঙ্ঘন করছে। জামিয়া মিল্লিয়া ইসলামিয়ার ছাত্রনেতা হাসানুল বান্না খান বলেন, হাথরাস কাণ্ডের পর মনিশার পরিবারের সাথে যতসব অন্যায় হয়েছে, তার পেছনে পুলিশের ভূমিকা এ কথাই প্রমাণ করে যে, তারা সরকারের দাসত্বতেই ব্রতী। আপন দায়িত্বে নয়। কেম্পাস ফ্রন্ট অফ ইন্ডিয়ার করিমগঞ্জ জেলা সদস্য মুস্তাফা ইউসুফ জামিল এই ঘটনার সাথে সাথে সম্প্রতি বাবরি মসজিদ নিয়ে আসা সি.বি.আই. কোর্টের রায়ের সাথে দ্বিমত প্রকাশ করেন৷ তিনি বলেন, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার বাবরি মসজিদে নিয়ে উদ্ধৃত রায় ও সম্প্রতি রায়ের মধ্যে পারস্পরিক বিরোধ রয়েছে৷ হাথরাসের ঘটনায় কেবল একটি ধর্ষণ কাণ্ড হয়েছে, এমন নয়৷ এই সরকার গণতন্ত্রের নামে স্বৈরতন্তকে প্রমোট করছে বিভিন্ন কাণ্ডের মাধ্যমে। এছাড়া এখানে বক্তব্য রাখেন চৌধুরী উসামা মবরুর। উপস্থিত মহলে ছিলেন মেহবুবুল হাসান মান্না, তৌফিক আহমদ, জিল্লুন নুর, আবু মোহাম্মদ সলমান, সাব্বির আহমেদ, শুয়াইব আখতার, দিলওয়ার আহমেদ, জাকারিয়া আহমেদ সহ আরও অন্যান্য। অবশেষে কেম্পাস ফ্রন্ট অফ ইন্ডিয়ার জেলা সম্পাদক মোহাম্মদ আব্বাস সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে ও এধরনের অন্যায়ের বিরুদ্ধে সবার সহযোগিতা কামনা করে সভার সমাপ্তি ঘোষনা করেন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর