উরি হামলার সময় পাকিস্তানকে সমর্থন করেছিলেন করণ জোহর, বিস্ফোরক অভিযোগ কঙ্গনার

এনবিটিভি ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে করণ জোহরের বিরুদ্ধে একের পর এক অভিযোগে সরব হচ্ছেন কঙ্গনা রানাউত। করণের বিরুদ্ধে এবার ফের তেড়ে উঠল টিম কঙ্গনা রানাউত।

সুশান্ত সিং রাজপুতের কেরিয়ার ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছিলেন করণ জোহর। সম্প্রতি এমনই অভিযোগ করেন কঙ্গনা।

পাশাপাশি তিনি আরও অভিযোগ করেন, তাঁকে হুমকি দিয়ে ভয় দেখানো চেষ্টা করেন করণ। কঙ্গনা যাতে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বিদায় নেন, করণ জোহর সেই চেষ্টাই শুরু করেন বলেও অভিযোগ করে টিম কঙ্গনা রানাউত।

পাশাপাশি উরি হামলার সময় করণ পাকিস্তানকে সমর্থন করেন এবং বর্তমানে দেশ বিরোধী ছবি তৈরি করে ভারতীয় সেনার বিরোধিতা শুরু করেছেন করণ জোহর। এমনই সব বিস্ফোরক অভিযোগে সরব হন কঙ্গনা রানাউত।

করণের বিরুদ্ধে একের পর অভিযোগ তুলে তাঁর পদ্মশ্রী সম্মান ফিরিয়ে নেওয়া হোক বলে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করেন কঙ্গনা।

করণে জোহরের বিরুদ্ধে কঙ্গনার লাগাতার অভিযোগের ট্যুইট প্রকাশ্যে আসার পর থেকে ফের একদফা জোর শোরগোল শুরু হয়ে গিয়েছে বিভিন্ন মহলে।

Latest articles

Related articles