গাজা যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্টের ‘না’

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

images-removebg-preview

জাতিসংঘে ‘গাজা যুদ্ধবিরতির প্রস্তাবে’ আবারও ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) আলজেরিয়া যুদ্ধবিরতির নতুন প্রস্তাবের উপর ভোটাভুটি হয়।

নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১২ সদস্য পক্ষে ভোট দিলেও একমাত্র দেশ হিসেবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র ভোট

যুক্তরাষ্ট্রের দাবি, আলজেরিয়ার প্রস্তাবের কারণে শান্তি আলোচনা ভেসেঙ্ত যাবে। গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ নগরীতে স্থল অভিযান না চালাতে ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে আমেরিকা।

মঙ্গলবার জাতিসংঘে ওয়াশিংটনের রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড বলেছেন, “হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে। এখন অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানোর সঠিক সময় নয়।”

গাজার হামাস পরিচালিত স্বাস্থ্যমন্ত্রণালয়ের হিসাবে, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় কমপক্ষে ২৯ হাজার মানুষ নিহত হয়েছে। ইসরায়েলের এই বিপর্যয়কর অভিযানের রাশ টেনে ধরতে প্রভাব খাটানোর জন্য যুক্তরাষ্ট্র বড় ধরনের আন্তর্জাতিক চাপের মুখে আছে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর