স্কুল-কলেজ খোলার দাবীতে সরব SIO

সামশেরগঞ্জ,আজফারুল ইসলাম: শিক্ষায় জাতির মেরুদণ্ড, তবুও শিক্ষাঙ্গন কেন বন্ধ, এই শিরোনামকে সামনে রেখে জায়গায় জায়গায় মানব বন্ধন এর মাধ্যমে অভিযান চালাচ্ছে ছাত্র সংগঠন SIO। এ প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে,  বিগত দেড় বছর ধরে COVID19 এর জন্য সমস্ত স্কুল কলেজ বন্ধ রয়েছে, কিন্তু ধাপে ধাপে খুলে দেওয়া হয়েছে মদের দোকান সুইমিং পুল থেকে শুরু করে বিভিন্ন সেক্টর। কিন্তু শিক্ষাকেন্দ্র না খোলায়, দফায় দফায় মানব বন্ধন করে প্রতিবাদ দেখাচ্ছে ছাত্র সংগঠন SIO। রবিবার সামশেরগঞ্জ এর নতুন ডাকবাংলা মোড়ে মানব বন্ধন করে ছাত্রসংগঠন। উপস্থিত ছিলেন SIO মুর্শিদাবাদ জেলার সাধারণ সম্পাদক জাহিরুল হক,জেলার প্রাক্তন ক্যাম্পাস সেক্রেটারি রমজান আলী,ব্লক সভাপতি সালাহিদ্দিন,ব্লক সম্পাদক রাজেশ শেখ,ব্লক ক্যাম্পাস সেক্রেটারি রিটু শেখসহ প্রমুখ ব্যক্তিবর্গ।

 

Latest articles

Related articles