
ওয়াকফ সংশোধনী আইন ২০২৫ নিয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানি শুরু হয়েছে। এই আইনকে ঘিরে দেশজুড়ে বিতর্ক শুরু হওয়ায়, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মামলা হিসেবে দেখা হচ্ছে। প্রধান বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি এজি মসিহের বেঞ্চে এই শুনানি হয়।
আবেদনকারীদের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন কপিল সিব্বাল, অভিষেক মনু সিংভি, হুজেফা আহমদি, সিইউ সিং ও রাজীব ধাওয়ান-এর মতো বর্ষীয়ান আইনজীবীরা।
সরকারের পক্ষে সলিসিটার জেনারেল তুষার মেহতা প্রস্তাব দেন, আইনটির যেসব ধারা নিয়ে আপত্তি তোলা হয়েছে, কেবল সেগুলিই আলোচনায় আনা হোক। কিন্তু বিরোধীপক্ষ জানায়, পুরো আইনটাই সংবিধানবিরোধী এবং তার ওপরেই বিচার হওয়া উচিত।
অন্যদিকে কপিল সিব্বাল জানান, “এই আইন সরকারকে ওয়াকফ সম্পত্তি দখলের সুযোগ করে দেবে। এতে মৌলিক অধিকার এবং ধর্মীয় স্বাধীনতা হুমকির মুখে পড়বে।” এর পাশাপাশি অন্য আইনজীবীরা অভিযোগ করেন, এই আইনের মাধ্যমে বহু পুরনো ওয়াকফ সম্পত্তি সরকার দখল করতে পারবে এবং ধর্মীয় কার্যক্রমে বাধা আসবে।
বিভিন্ন রাজ্য সরকার এবং একটি অমুসলিম সংগঠনও এই আইন বাতিলের দাবি তুলেছে। বিপরীতে, বিজেপি শাসিত ছয়টি রাজ্য আইনের পক্ষে লড়ছে।