
ওয়াকফ সংশোধনী আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছে দেশের শীর্ষ আদালতে। মামলাগুলি শুনতে মনস্থির করেছে সুপ্রিম কোর্ট। আগামী ১৬ এপ্রিল মামলার শুনানি হবে শীর্ষ আদালতে। এদিকে ইতিমধ্যেই সুপ্রিম দরবারে ক্যাভিয়েট দাখিল করেছে কেন্দ্র। অর্থাৎ কেন্দ্র সরকারের মতামত না শুনেই যেন কোনও রায় না দেয় শীর্ষ আদালত। সেই আপিল করেছে কেন্দ্রের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক। সূত্রের খবর, এখনও পর্যন্ত ওয়াকফ আইনের বিরুদ্ধে মোট ১৫টি পিটিশন দাখিল হয়েছে সুপ্রিম কোর্টে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড, জমিয়ত উলামায়ে হিন্দ, কংগ্রেস, আরজেডি, ডিএমকে, আপ ও মিমের মত রাজনৈতিক দলগুলি মামলা আইনের বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের করেছে। এই মুহূর্তে ওয়াকফ আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে দেশজুড়েই নানা প্রশ্ন উঠছে। বিভিন্ন মুসলিম সংগঠনগুলোর পাশাপাশি সরব CPIM – মতো বিরোধীরা।