“রাফায়েল চুক্তির বিষয়ে ‘জেপিসি’ গঠন করতে দ্বিধা কেন বিজেপি সরকারের?”:ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল

এনবিটিভি ডেস্কঃ দেশের জাতীয় সম্পদকে বিক্রি ও অর্থনৈতিক  তছরুপ অভিযোগে জর্জরিত বিজেপি সরকার। আজ সাংবাদিক সম্মেলনে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল বিজেপি সরকারের রাফায়েল চুক্তির দুর্নীতির বিষয়ে একহাত নিয়ে বলেন,“কেন্দ্রীয় সরকার রাফায়েল চুক্তির বিষয়ে একটি ‘যৌথ সংসদীয় কমিটি’ (জেপিসি) গঠন করতে দ্বিধা বোধ  করছে কেন?”

ভুপেশ বাঘেল আরও বলেন,”রাফায়েল বিষয়ে ভারত সরকারের নীরবতার কারণ কী? রাহুল গান্ধী একটি জয়েন্ট পার্লামেন্টারি কমিটি (জেপিসি) গঠন করতে প্রস্তাব দিয়েছিলেন, যদি এই প্রস্তাব সঠিক হয়ে থাকে, তাহলে সরকার কেন ‘জেপিসি’ গঠন করতে দ্বিধা বোধ করছে?”

কংগ্রেসের অভিযোগ, বিজেপি নেতৃত্বাধীন সরকার রাফায়েল বিষয়টির তদন্ত থেকে পালিয়ে বেড়াচ্ছে।

বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র মঙ্গলবার রাফায়েল বিষয়টিকে সম্পূর্ণরূপে দায়ভার কংগ্রেসের ঘাড়ে চাপিয়ে দিয়ে বলেন, ২০০৭ থেকে ২০১২ সালের মধ্যে রাফালে চুক্তি দুর্নীতির অভিযোগের জন্য কংগ্রেসই দায়ি ।

 

 

Latest articles

Related articles