Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on email

স্বামীর পারলৌকিক ক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই শ্রাদ্ধের আগের দিন মানসিক অবসাদে আত্মঘাতী স্ত্রী

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

2019-07-cover-suicide_tcm7-258230

সুরজিত দাস, নদীয়াঃ নদীয়ার শান্তিপুর পৌরসভার অন্তর্গত ১৮ নম্বর ওয়ার্ডের কেসি দাস রোডের বাসিন্দা সৌগত মঠ গত ৭ জুলাই মাত্র ৩৭ বছর বয়সেই আকষ্মিক ভাবে মারা যান। সৌগত বাবুর পিতৃহারা বৃদ্ধা মা,দশ বছরের কন্যা এবং স্ত্রী নিয়ে ছিল তার সংসার। একটি ফাস্টফুডের দোকান থেকে জীবিকা নির্বাহ করতেন তিনি। তার মৃত্যুর পর শোকার্ত পরিবারে স্ত্রী হয়তো সেই মানসিক উৎকণ্ঠা  সহ্য করতে না পেরেই হয়তো, গতকাল রাত্রে দোতলার ঘরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন। আজ সকালে পরিবারের ছোট শিশু কন্যা এবং বৃদ্ধা মা লক্ষ্য করে, এরপর প্রতিবেশীদের সহযোগিতায় শান্তিপুর থানায় খবর দিলে পুলিশ এসে তার মৃতদেহ ময়না তদন্তে পাঠায়। এক সপ্তাহের মধ্যে স্বামী স্ত্রী দুজনের মৃত্যুতে, বৃদ্ধা মা এবং এক শিশু কন্যার কথা ভেবে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। তবে কাউন্সিলর থেকে প্রতিবেশী আত্মীয়-স্বজন সকলেই, তাদের পাশে সর্বক্ষনের সঙ্গী হিসেবে থাকবেন বলে জানিয়েছেন। পরিবার সূত্রে জানা যায় আত্মঘাতিক গৃহবধুর নাম চুমকি মঠ। এই আকস্মিক ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়।

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর