‘ইয়াস’ সাইক্লোনের দাপটে লন্ডভন্ড হয়েছে বাংলা, ক্ষতি হয়েছে কয়েক হাজার কোটি টাকা মূল্যের সম্পদ, উড়ে গিয়েছে মাথার ছাদ, সেইসাথে স্বপ্ন। এবার তাদের কথা মাথায় রেখে কলকাতার জাকারিয়া স্ট্রীটের একটি স্বেচ্ছাসেবী সংস্থা ‘ওয়ান ভয়েস ওয়েলফেয়ার সোসাইটি’ ত্রান নিয়ে পৌছে গেল মেদিনীপুরের বিভিন্ন জায়গায়।
খাবার, কাপড় সহ নানান নিত্য প্রয়োজনীয় জিনিস তুলে দিল ‘ইয়াস’ ক্ষতিগ্রস্তদের হাতে।
সংস্থার সভাপতি মেহমুদ জানান, মানুষের প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানো আমাদের ঈমানী দায়ীত্ব, আমাদের ভাইবোনেরা আক্রান্ত হয়েছে তাই আমরা আমাদের সাধ্যমত জিনিসপত্র নিয়ে এসেছি ‘ইয়াসে’ আক্রান্তদের পাশে দাঁড়াতে।