ফেক POLICE , PRESS গাড়িতে লিখে টহল’ পাবলিকের, পুলিশের জালে আটক ৩  

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

WhatsApp Image 2021-06-01 at 2.11.03 PM

নাকা চেকিং চলাকালীন ভুয়ো পুলিশ ও প্রেস লেখা দুটি বাইকসহ তিনজনকে আটক করল দেগঙ্গা থানার পুলিশ। সোমবার সকালে বারাসত টাকি রাস্তার দেগঙ্গা থানার সামনে নাকা চলার সময় ধরা হয় তাদের জানিয়েছে পুলিশ। তবে ওই বাইকগুলো কোথা থেকে কিভাবে তাদের কাছে এল তা নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করছে পুলিশ। বাইকগুলো কোনভাবে চোরাই বাইক কিনা তাও খতিয়ে দেখছে তারা। পাশাপাশি প্রশ্ন উঠছে, ধৃতরা পুলিশ ও সাংবাদিক কর্মী নয়। তাহলে কেন তারা তাদের বাইকে কি করে এটা লিখে সেই বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে।

পুলিশ সুত্রে জানা গিয়েছে, এদিন টাকি রোডে পুলিশের নাকা চেকিং এর সময় পুলিশ ও প্রেস লেখা দুটি বাইকের নথিপত্র দেখতে চাইলে তা দেখাতে পারেনি দুই বাইক আরোহী। এরপর পুলিশ গাড়ি দুটি বাজেয়াপ্ত করে চালক ও সঙ্গীসহ মোট ৩ জনকে আটক করে।

আটকদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে তাদের বাড়ি বসিরহাটে চৈতার জগতপুর। অখেত আলি মন্ডল ও কাসেদ মন্ডল নামে বাইক চালক দুই যুবক জানায়, স্থানীয় পুরানো বাইক বিক্রেতার কাছ থেকে দুটি বাইক কেনার সময় ওই পুলিশ ও প্রেস লেখা ছিল। তবে পুলিশের হাতে ধরা পড়ার পর তাদের সাফাই আমরা ভুল করে ফেলেছি ওই লেখাগুলো না মুছে ব্যবহার করছি।

তবে পুলিশ জানিয়েছে, কতটা সত্যি বলছে তা যেমন খতিয়ে দেখে ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি যারা পুরানো গাড়ি বিক্রির সঙ্গে যুক্ত তারা কেন পুলিশ ও প্রেস লেখা গাড়ি কেন না মুছে বিক্রি করছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর