‘করোনায় থামবে না পড়া: মানবতার পাঠশালা’
পারভেজ হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল বিভাগীয়):
‘করোনায় থামবে না পড়া’ শীর্ষক শ্লোগানে বরিশালে উদ্বোধন করা হয় মানবতার পাঠশালা নামক শিক্ষা কার্যক্রম। বাসদ ও ছাত্র ইউনিয়নের যৌথ উদ্যোগে এ কার্যক্রম গ্রহন করা হয়। করোনা মহামারীর মধ্যে উচ্চবিত্ত ও মধ্যবিত্ত শিশুরা গৃহশিক্ষক ও ইলেক্ট্রনিক ডিভাইসের মাধ্যমে পড়াশোনা চালিয়ে গেলেও ব্যর্থ হচ্ছে দরিদ্র পরিবারের সন্তানেরা৷ হতদরিদ্র শিক্ষার্থীরা যেন পড়াশোনায় পিছিয়ে না পড়ে ও ঝড়ে না পড়ে মূলত এ কারনেই এ উদ্যোগ গ্রহন করা হয়। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখেই চলবে মানবতার পাঠশালা।
গতকাল বুধবার (১০ জুন) কালীবাড়িস্থ বাসদ কার্যালয়ে মানবতার পাঠশালার উদ্বোধন করা হয়। ‘মানবতার পাঠশালা’ উদ্বোধন করেন বাসদ বরিশাল জেলা শাখার আহবায়ক ইমরান হাবীব রুমন। উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, জেলা সদস্য বদরুদ্দোজা সৈকত। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বরিশাল মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক সুজন আহমেদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বিজন সিকদার, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক ইমদাদুল হক এবং স্বেচ্ছাসেবী শিক্ষকগণ।