জালিস মাহমুদ,পিরোজপুর প্রতিনিধিঃ
বাংলাদেশ কৃষক লীগ,পিরোজপুর জেলা শাখার উদ্যোগে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়
১৮ অগাস্ট (বুধবার) বিকাল ৪ ঘটিকায় পিরোজপুর সদর উপজেলার ০৩নং দূর্গাপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় পিরোজপুর জেলা কৃষক লীগের সভাপতি ও ০৩ নং দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান মুহা.চাঁনমিয়া মাঝীর সভাপতিত্বে ও ছাত্রনেতা সাগর শিকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এডভোকেট দিলীপ কুমার মাঝী,সহ-সভাপতি তৌহিদুল ইসলাম হিরু,সাংগঠনিক সম্পাদক এডভোকেট সাইদুর রহমান টিটু,সদর উপজেলা আ’লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক অধ্যাপক নির্মল কুমার চট্টোপাধ্যায়,অধ্যাপক হুমায়ুন কবীর তালুকদার,পিরোজপুর জেলা পরিষদ সদস্য মো.নাসির উদ্দীন হাওলাদার,মুক্তিযোদ্ধা মো.আমীর হোসেন,পিরোজপুর পৌর কৃষকলীগ নেতা খোকন শেখ,মো.বাহাদুর শেখ,খোকন শিকদার সহ জেলা,উপজেলা,পৌর ও ইউনিয়ন নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে অধ্যক্ষ মাওলানা মতিউর রহমান ফারুকী দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।