খুলনার পাইকগাছায় ইট ভাঙ্গা মেশিন উল্টে শ্রমিকের মৃত্যু আহত চার

শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা(খুলনা) প্রতিনিধি :-
খুলনার পাইকগাছায় ইট ভাঙ্গার মেশিনে চাপা পড়ে মিজানুর রহমান মিস্ত্রী (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন। নিহত মিজানুর উপজেলার গদাইপুর ইউনিয়নের চেচুয়া গ্রামের বছির মিস্ত্রীর ছেলে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে উপজেলার বড়দল এলাকায়।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্র জানায়, নিহত মিজানুর রহমানসহ ৫ জন ইট ভাঙ্গার মেশিন নিয়ে উপজেলার বড়দল এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে সকাল ১০ টার দিকে তারা শাহাপাড়া বড়দল ব্রিজ থেকে নামার সময় মেশিনের ব্রেক ফেল করে তা উল্টে যায়। এসময় চাপা পড়ে মিজানুরসহ ৫ শ্রমিক আহত হলে স্থানীয়রা তাদেরকে দ্রুত উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত ডাক্তার মিজানুর মিস্ত্রীকে মৃত ঘোষণা করে। অন্যরা সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

Latest articles

Related articles