চট্টগ্রামের হাটহাজারীতে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

মুহাম্মদ রাশেদুল ইসলাম:-

হাটহাজারী সংবাদদাতাঃ-

হাটহাজারীতে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় মোঃ আকাঈদ (৮) নামের এক শিশু মারা গেছে।নিহত আকাঈদ গুমানমদ্দন ইউনিয়নের কুমারিকুল এলাকার আব্দুস সোবহান চৌধুরী বাড়ির হারুনের পুত্র।সে স্থানীয় একটি নূরানী তালিমুল কুরআন মাদ্রাসার প্রথম শ্রেণি’র ছাত্র।

গতকাল সন্ধ্যার দিকে উপজেলার গুমানমদ্দন কুমারিকুল রাস্তার মাথায় ঘটনাটি ঘটে।

হাটহাজারী থানার এসআই আনিস আল মাহমুদ জানান, বাড়ির সামনে রাস্তা পার হতে গেলে অটোরিকশার ধাক্কায় শিশুটি প্রাণ হারায়।তবে এ ঘটনায় কেউ অভিযোগ করেনি।

Latest articles

Related articles