ছেলের আত্মা শান্তি পাক, সুশান্তের ছবির পাশে বসে প্রার্থনা বাবার

এনবিটিভি ডেস্ক: ​সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবর প্রথমে জানতেই পারেননি তাঁর বাবা কে কে সিং। টিভি দেখে জানতে পারেন, তাঁর ছেলে আর নেই। ছেলের মৃত্যুর খবর পেয়েই অসুস্থ হয়ে পড়েন কে কে সিং। এরপর পাটনা থেকে মুম্বইতে নিয়ে যাওয়া হয় কে কে সিংকে। সুশান্তের শেষকৃত্যের পর অস্থি বহন করে নিয়ে এসে গঙ্গায় ভাসিয়ে চির বিদায় দেন ছেলেকে। তবে সুশান্তের মৃত্যুর পর থেকে এখনও পর্যন্ত মুখ খুলতে দেখা যায় প্রয়াত অভিনেতার বাবাকে।

সম্প্রতি সুশান্তের জন্য প্রার্থনা সভার আয়োজন করা হয় তাঁর পাটনার বাড়িতে। ছেলের ছবি পাশে বসে কাজ সম্পন্ন করেন কে কে সিং। সুশান্তের বাবার সেই ছবি দেখে চোখে জল এসে যায় নেটিজেনদের। ছেলের মৃত্যুশোক কীভাবে সহ্য করবেন ওই প্রৌঢ়, তা নিয়ে আলোচনা শুরু হয়। পাশাপাশি সুশান্তের আত্মা যাতে শান্তি পায়, সেই প্রার্থনাও শুরু করেন নেটিজেনরা।

এদিকে সুশান্তের মৃত্যুর তদন্ত যাতে ঠিকভাবে হয়, তার জন্য জনমত গড়ে তোলার কাজ শুরু করেছেন অভিনেতা শেখর সুমন। সুশান্তের মৃত্যুর তদন্তভার যাতে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়, সেই দাবি জানিয়েই ক্যাম্পেইন শুরু করেছেন শেখর সুমন।

Latest articles

Related articles