আব্দুল আহাদ হবিগঞ্জ জেলা প্রতিনিধি ঃ ‘মাস্ক পরলে মুখে, দেশ থাকবে সুখে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশন টিম হবিগঞ্জ’র উদ্যোগে করোনাভাইরাসের সংক্রমণ রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।
রবিবার বেলা ১২ টায় নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে সচেতনতা মূলক ক্যাম্পেইনের উদ্বোধন করেন সহকারী কমিশনার (সাধারণ শাখা) শামসুদ্দিন মোহাম্মদ রেজা। দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশন হবিগঞ্জের সিইও নাসির হোসাইন তানভীরের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্যাম্পেইনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ জমির আলী, এস এম সুরুজ আলী, সাংবাদিক আব্দুল হাই, শেখ শাহাউর রহমান বেলাল, মুহিন শিপন।
এছাড়াও দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন জেলা মনিটর হোসাইন আহমেদ মির্জা, লজিস্টিক মামুনুর রহমান সোহাগ, আইটি মনিটর সাইফুল ইসলাম উজ্জ্বল, হবিগঞ্জ সদর উপজেলা টিম লিডার আতিকুল ইসলাম সোহাগ, চুনারুঘাট উপজেলা টিম লিডার তাউছ মিয়া, বানিয়াচং উপজেলা টিম লিডার শুভ্র ইমন, সদস্য বিলাল উদ্দিন, শহিদুল ইসলাম রাজ, আল আমিন, খালেদ হাসিব সহ সকল ইউনিটের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে শপথ বাক্য পাঠ করান সহকারী কমিশনার (সাধারণ শাখা) শামসুদ্দিন মোঃ রেজা। এরপর জনসাধারণের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
Related articles