দেশে মোট করোনা আক্রান্ত ২,৪৬,৬২৭, মৃত্যু হয়েছে ৬,৯২৯ জনের

এনবিটিভি ডেস্ক: কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ২,৪৬,৬২৭ জন। সক্রিয় করোনা আক্রান্ত ১,২০,৪০৬ জন। মৃত্যু হয়েছে ৬,৯২৯ জনের। আর বিপুল সংখ্যক এই আক্রান্তের মধ্যে অর্ধেকই দেশের ৪ মহানগরের। এগুলি হল মুম্বই, দিল্লি, চেন্নাই ও কলকাতা।

আক্রান্তের সংখ্যার নীরিখে ইতিমধ্যেই স্পেনকে টপকে গিয়েছে ভারত। বর্তমানে আক্রান্তের দিক থেকে বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে আমাদের দেশ। মৃত্যুর সংখ্যায় এগিয়ে রয়েছে মুম্বই। ওই চার শহরের সঙ্গে আহমেদাবাদ, ইন্দোর ও পুনের আক্রান্তের সংখ্যা যোগ করলে তা হবে দেশের মোট আক্রান্তের ৬০ শতাংশ।

বর্তমানে গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যায় শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারপরেই রয়েছে ব্রাজিল, রাশিয়া ও ব্রিটেন। পঞ্চম স্থানে ভারত। মৃত্যুর সংখ্যায় ১২ নম্বরে রয়েছে আমাদের দেশ।

Latest articles

Related articles