রাজ্যে এই প্রথম করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল পুলিশকর্মীর

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200607-WA0041

এনবিটিভিডেস্কঃ এবার রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্য হল এক পুলিশকর্মীর। এটিই সর্বপ্রথম যে , জরুরি পরিষেবায় নিযুক্ত কর্মীদের মধ্যে ডাক্তার বাদে অন্য কোনো কর্মীর মৃত্যু। রাজ্যের একের পর এক পাকিশকর্মীর করোনা আক্রান্তের খবর মিললেও। মৃতের খবর এই প্রথম।

জানা যাচ্ছে, মৃত পুলিশকর্মী শেক্সপিয়ার সরনী থানার কলকাতা পুলিশের একজন কলস্টেবল ছিলেন। ওই কনস্টেবলের বয়স ৪৭ বছর। তার বাড়ি শিলিগুড়ির ফাঁসীদেওয়া থানা এলাকায়। ২৮ মে স্ত্রীর অসুস্থতার খবর শুনে তিনি বাড়ি চলে যান। পরে ১ জুন কর্মক্ষেত্রে ফিরে আসেন। সেদিনই তাই নমুনা পরীক্ষা করা হলে, ৩ জুন তার রিপোর্ট পজিটিভ আসে।

তড়িঘড়ি তাকে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হলে, সেখানেই তার অবস্থার অবনতি হতে থাকে। ক্রমাগত শারীরিক অবস্থার অবনতির মধ্যেই মেডিকেল কলেজেই মৃত্যু হয় তার।

উল্লেখ্য, রাজ্যের করোনা পরিস্থিতি দিনে দিনে সংকটজনক রূপ ধারণ করছে। আক্রান্ত ও মৃতের দিনের পর দিন রেকর্ড ভেঙে বেড়ে চলেছে। শেষ ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৪৩৫। যেটি কিনা এযাবৎ সর্বাধিক।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর