জাহিদ হাসান
স্টাফ রিপোর্টার নাটোর
এনবিটিভি নিউজ ডেস্ক:
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবুর রহমানসহ নাটোরে ১২ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।
সদরঃ মাহবুবকে সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে। এদিকে ডাক্তার মাহবুব সহ তার পরিবারের সদস্যরা তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
জেলার সিভির সার্জন ডাঃ মিজানুর রহমান জানান, রামেক ল্যাব থেকে বুধবার রাতে ডাক্তার মাহবুব সহ ১২ জন করোনা সংক্রমিত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। এর পর রাতেই ডাক্তার মাহবুবকে সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে।
ডাক্তার মাহবুব সহ নতুন করে ১২ জন করোনা ভাইরাস সংক্রমিত হওয়ার এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৮৬ জন। এরমধ্যে ৬৪ জন সুস্থ হয়েছেন এবং ১ জন মৃত্যু বরন করেছেন বলে জানান তিনি।