পথ দুর্ঘটনায় মৃত্যু পঞ্চায়েত কর্মীর

আব্দুস সামাদ জঙ্গিপুরঃ মুর্শিদাবাদের নবগ্রাম দক্ষিণগ্রামে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো অসিত কুমার দাস নামে এক পঞ্চায়েত কর্মীর। তিনি মহুরুল গ্রামপঞ্চায়েতের কর্মী বলে জানা গিয়েছে। বাইকে করে বহরমপুর থেকে বাড়ি যাওয়ার পথে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা, রাস্তা তৈরির সরঞ্জামের সাথে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারেন। নবগ্রাম থানার পুলিশ তিনাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে পাঠায়। সেখানেই তার মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় পর থেকেই গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মূলত রাস্তার কাজ সেইদিন শেষ হওয়ার পর রাস্তা তৈরির সরঞ্জাম রাস্তার ধারে ফেলে গিয়েছিল। এবং সেই সরঞ্জামেই ধাক্কা লেগে মর্মান্তিক ভাবে চলে গেলেন অসিত কুমার দাস।

Latest articles

Related articles