স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির রঘুনাথগঞ্জে

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

আব্দুস সামাদ, জঙ্গিপুরঃ আজ রঘুনাথগঞ্জ ২ ব্লকের সন্মতিনগর অঞ্চলে ‘রে অফ হোপ ফাউন্ডেশন’ এর উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও ঔষুধ প্রদান অনুষ্ঠান আয়জিত হয়। সহায়তায় ফিরোজা হেলথ কেয়ার ট্রাস্ট। আজকের এই অনুষ্ঠানে Ray of hope ফাউন্ডেশনের অন্যতম দায়িত্বশীল হাসনাত জাহান বলেন, আমরা এই ভাবে অসহায় দুঃস্থ মানুষের পাশে সর্বদা থাকতে চাই। মানুষ যেনো কোনো ধরনের শারীরিক অসুস্থতাই অর্থের কারণে চিকিৎসা ছাড়া মৃত্যুর পথের যাত্রী না হতে হয়। আমরা সর্বদা সেই সমস্ত মানুষের পাশে আছি যারা অর্থের অভাবে চিকিৎসা করাতে পারেন না। এছাড়াও তিনি বলেন আজ আমরা সন্মতিনগরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ঔষুধ প্রদানের ব্যবস্থা করেছি। আগামীতে প্রতিটি ব্লকে,অঞ্চলে,প্রত্যন্ত গ্রামে,আমরা বিনামূল্যে এই চক্ষু পরীক্ষা ও ঔষুধ বিতরণ কর্মসূচি পালন করবো। এছাড়াও তিনি জানান Ray of hope ফাউন্ডেশনের পক্ষ হইতে আগামী মাসে একটি রক্তদান শিবিরের ব্যাবস্থা করা হবে। আজকের এই শিবিরে মোট 400 জনের অধিক রুগীকে আজকের এই পরিষেবা দেওয়া হয়। আজকের এই শিবিরে চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ আব্দুল নূর। এছাড়াও সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন রণজিৎ দাস, বিউটি মূৰ্ম, ও ফিরোজ হেলথ কেয়ার ট্রাস্টের ফিল্ড অফিসার ইমরুল কায়েস। ইমরুল কায়েস সাক্ষাৎকারে বলেন এই ফিরোজা হেলথ কেয়ার ট্রাস্ট মানুষের জন্য কম খরচে পরিষেবা দিয়ে আসছে। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Ray of foundation এর সমস্ত সদস্য বৃন্দরা।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর