পাকুন্দিয়ায় ২৬ শিক্ষাপ্রতিষ্ঠানে বল ব্যাট স্ট্যাম্প বাস্কেটবল বিতরণ করা হয়

 

মোঃ শামীম মিয়া

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে জেলা পাকুন্দিয়া উপজেলার ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ভলিবল, ফুটবল, ক্রিকেট খেলার স্ট্যাম্প, ক্রিকেট বল, বাস্কেট বলসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষ তা বিতরণ করা হয়।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ২০১৯-২০ অর্থবছরে উন্নয়ন তহবিলের অর্থায়নে এসব ক্রীড়া সামগ্রী বিতরণের আয়োজন করে উপজেলা পরিষদ।

ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হাসান।

অনুষ্ঠানে উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মো. হারুন-অর-রশীদ জুয়েল, সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান মোছা. শামছুন্নাহার আপেল, উপজেলা প্রকৌশলী মো. হাবিবুল্লাহ প্রমুখসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Latest articles

Related articles