
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বিচারের দাবিতে যখন সরকারের বিরুদ্ধে পথে নেমে চাকরির আর্জি জানিয়ে পথে নেমেছে যোগ্য চাকরি প্রার্থীরা, ঠিক সেই সময় চোপড়ার একাধিক সরকারি স্কুলে শুরু হয়েছে নিয়োগ প্রক্রিয়া। ব্যাপারটা আশ্চর্যজনক হলেও বাস্তব। খবর পাওয়া যাচ্ছে, একটি বেসরকারি সংস্থার মাধ্যমে চলছে শিক্ষক-অশিক্ষক এবং চতুর্থ শ্রেণীর কর্মী নিয়োগ প্রক্রিয়া। স্কুলের বদলে এই সংস্থাটি বেতন দিচ্ছে কর্মীদের। জেলা শিক্ষা দপ্তরের আধিকারিকরা এর সম্বন্ধে একেবারেই অবগত নয় বলে জানিয়েছেন। নিয়োজিত শিক্ষকদের দিয়ে সই করিয়ে নেওয়া হয়েছে মুচলেখা। স্কুল কর্তৃপক্ষ গুলি মুচলেখায় উল্লেখ করেছেন, শিক্ষক এবং স্টাফেরা ভবিষ্যতে কখনো স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে বেতন দাবি করবে না। সুত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, সরকারি সংস্থাটি ১২-১৫ হাজার টাকা বেতন দিচ্ছে নিয়োজিত কর্মীদের। এ পদ্ধতি সম্পূর্ণরূপে বেআইনি এবং সংবিধান বিরোধী।