সৈকত, জলঢাকা উপজেলা প্রতিনিধিঃ
জলঢাকার কাঁঠালি ইউনিয়নের যুবলীগ সভাপতি মো: আব্দুর রাজ্জাক বসুনিয়া গত ৩মাস আগে ফেইসবুক স্টাটাস দেন।নিজের সেই ফেইসবুক স্টাটাসে তার মরহুম পিতার ছবি দিয়েছিলেন। গত শনিবার ভোর ৫টার দিকে ফেইক আইডি থেকে অশালীন মন্তব্য আসে যা গ্রহণযোগ্য নয়।
আব্দুর রাজ্জাক জলঢাকা থানায় মামলা করেন।থানার ইনচার্চ অভিসার মো:মুস্তাফিজুর রহমান জানিয়েছেন, তারা এ বিষয়ে তদন্ত শুরু করে দিয়েছেন এবং আরো বলেন ফেইক আইডির সাথে যারা মিউচুয়াল আছে তাদেরকে জিগ্যাসাবাদ করার জন্য থানায় আনা হবে।তিনি বলেন,একজনকে সন্দেহ করা হচ্ছে,কারন সে তার দুটো আইডি দিয়েই ফেইক আইডির সাথে মিউচুয়াল আছে।
পরিশেষে তিনি বলেন আমরা এ ব্যাপারে সঠিক তদন্ত করে, অপরাধীকে দ্রুত গ্রেফতার করে আইনের আওয়তায় নেওয়া হবে