রাজিবের পর এবার বিজেপি নেতা প্রবীর ঘোষালের নামে পোস্টার পরলো হুগলীর কোন্নগরে

বাদশা সেখ, হুগলী: বিজেপি নেতা মুকুল রায়ের বিজেপি ত্যাগের পর থেকেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে দলবদলের হাওয়া। রাজিব ব্যানার্জীর পর এবার বিজেপি নেতা প্রবীর ঘোষালের নামে পোস্টার পরলো হুগলীর কোন্নগর এলাকায়। পোস্টারে লেখা রয়েছে কোন্নগর বাসীর দাবি মধুচক্রের নায়ক গদ্দার প্রবীর ঘোষালকে তৃনমুল কংগ্রেস দলে নেওয়া যাবে না।

উল্লেখ্য, রাজ্যে বিধানসভা ভোটের আগে উত্তরপাড়া বিধানসভার তৃণমুল বিধায়ক প্রবীর ঘোষাল বিজেপিতে যোগদান করেন। সেই সময় প্রবীর ঘোষালের নামে পোস্টারের পাশাপাশি কুশপুতুল দাহ করা হয় তৃনমুলের পক্ষ থেকে। বিধানসভা ভোটে জিতে সরকার গঠন করে তৃণমুল কংগ্রেস।

সূত্রের খবর এর পর থেকে বিজেপির সঙ্গে দূরত্ব বারতে থাকে প্রবীর ঘোষালের। কিছু দিন আগে শ্রীরামপুরে সাংগঠনিক সভায় আসে রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। সেই সভায় দেখা যায়নি তাকে। কয়েকদিন আগে বেসুরো হতে দেখা গেছে বিজেপি নেতাকে। এরপরই জল্পনা শুরু হয় রাজনৈতিক মহলে তিনি আরার ফিরে যেতে পারেন তৃণমূলে।

Latest articles

Related articles