সিংড়ায় বিষধর সাপের কামড়ে ব্যবসায়ীর মৃত্যু

সৌরভ সোহরাব,সিংড়া(নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের সিংড়া উপজেলায় বিষধর সাপের কামড়ে আব্দুল মান্নান (৩৮) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় উপজেলার ইটালী ইউনিয়নের বিক্রমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল মান্নান নাটোর জেলার সিংড়া উপজেলার পাকুড়িয়া পশ্চিম পাড়া গ্রামের আব্দুর রহমানের পুত্র।
স্থানীয়রা জানান,নিহত আব্দুল মান্নান জামতলী বাজারের একজন সার ব্যবসায়ী। তিনি ঈদের পর বিক্রমপুর শ্বশুরবাড়িতে পরিবার সহ বেড়াতে আসেন। প্রতিদিন সে ব্যবসার কাজ শেষে সন্ধ্যায় শ্বশুরবাড়িতে যান । বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টায় ঘুমের মধ্যে তাকে সাপে কামড় দেয়। কামড় খেয়েই সে ঘুম থেকে জেগে উঠে এবং তার চিৎকারে সঙ্গে থাকা অন্যরাও জেগে উঠেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আকষ্মিম মৃত্যুর এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে

Latest articles

Related articles