গাজা উপত্যকায় ঈসরাইলি বোমাবর্ষণে আরো দুই ফিলিস্তিনি সাংবাদিকের মৃত্যু হয়েছে। নিহত ওই দুই সাংবাদিকের নাম আহমেদ আবু ও হানান আয়াদ। অক্টোবর ৭ থেকে এ পর্যন্ত ঈসরাইলি হামলায় মোট ৮৯ জন সাংবাদিকের মৃত্যু হলো।
এ পর্যন্ত নিহত ফিলিস্তিনির সংখ্যা ১৮৪১২ জন ও অন্তত ৫০১০০ জন ঈসরাইলি হামলায় আহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রনালয়।
এর আগে ছে, আলজাজিরার একজন কর্মী গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় তার পরিবারের ২২ সদস্যকে হারিয়েছেন। গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে আলজাজিরা আরবি সংবাদদাতা মোয়ামেন আল শরাফির পরিবারের ওই সদস্যদের হত্যা করা হয়।
পরিবারের নিহত সদস্যদের মধ্যে আল শরাফির বাবা মাহমুদ এবং মা আমিনা, তার ভাই ও ভাইয়ের স্ত্রী, বোন এবং তার স্বামীর পাশাপাশি ভাগ্নে ও ভাগ্নিও ছিলেন।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরাইল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরাইলি এ হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে