শামীম সরকার স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জে পাকুন্দিয়ায় পরিবারের অন্য সদস্যদের সাথে গোসল করতে গিয়ে বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদের পানিতে ডুবে শুক্রবার (১৬ জুলাই) দুপুরে জুনাইদ নামে ৯ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
দুপুর পৌনে ১টার দিকে উপজেলার চরফরাদী ইউনিয়নের চর চাড়াল বন্দ এলাকার ব্রহ্মপুত্র নদে পানিতে ডুবে শিশুমৃত্যুর এ ঘটনাটি ঘটে।
পানিতে ডুবে মারা যাওয়া শিশু জুনাইদ উপজেলার চরফরাদী ইউনিয়নের চর চাড়াল বন্দ গ্রামের জুয়েল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শিশু জুনাইদ পরিবারের অন্যদের সঙ্গে গোসল করতে শুক্রবার (১৬ জুলাই) দুপুরে বাড়ির পাশের ব্রহ্মপুত্র নদে যায়।
নদের পানিতে নেমে গোসলের এক পর্যায়ে বেলা পৌনে ১টার দিকে সে স্বজনদের থেকে কিছুটা দূরে চলে গিয়ে নদের পানিতে হাবুডুবু খেতে থাকে।
এ সময় স্বজনেরা এগিয়ে ডুবন্ত অবস্থায় তাকে উদ্ধার করলেও ততক্ষণে শিশুটি মারা যায়।
এ ঘটনায় শিশুটির পরিবারে শোকের ছায়া নেমে আসে।
এ ব্যাপারে পাকুন্দিয়া থানার ওসি মো. সারোয়ার জাহান জানান, পানিতে ডুবে শিশুর মারা যাওয়ার ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। এছাড়া এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]