জামাইষষ্ঠীর দিন সকালে গায়ের উপরে টেবিল ফ্যান পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ৫৩ বছর বয়সী এক মহিলার শোকস্তব্ধ গোটা পরিবার। ঘটনাটি শান্তিপুর থানা এলাকার কন্দ খোলা নতুন পাড়া এলাকায়। জানা যায় রবিবার সকাল দশটা নাগাদ অষ্টমী মজুমদার ঘরের ভেতরেই টেবিল ফ্যান চালিয়ে ঘর পরিষ্কার করছিলেন। মেয়ে জামাই আসবে বলে তার স্বামী বাজারে গিয়েছিলাম বাজার করতে। তখনই ওই টেবিল ফ্যান টি অসাবধানতাবশত অষ্টমী মজুমদারের গায়ের উপরে পড়ে যায়। কিছুটা সময় বাদে তার স্বামী বাড়িতে এসে দেখে ঐ মহিলার গায়ের উপরে টেবিল ফ্যানটি বিদ্যুৎ সংযোগ অবস্থায় পড়ে রয়েছে। তড়িঘড়ি ছুটে আসে এলাকার লোকজন এরপর ওই মহিলাকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে জানায়। যদিও ওই মহিলার হাতে বেশ কিছুটা অংশে বিদ্যুৎ সংযোগ হয়ে যাওয়ার কারণে ঝলসে যাওয়া চিহ্ন থাকে। স্বভাবতই জামাইষষ্ঠীর দিন সকালে মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ গোটা পরিবার, এছাড়াও এলাকায় নেমে আসে শোকের ছায়া। যদিও মৃতদেহটি উদ্ধার করেছে শান্তিপুর থানার পুলিশ পাশাপাশি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করে।
Related articles