টেকনাফ পৌর এলাকার রেড জোনে লকডাউনের সময় ১ সপ্তাহ বাড়ছে:

খোরশেদ মাহমুদ, রিপোর্টার, এনবিটিভি।

টেকনাফ পৌরসভার যেসব এলাকা রেড জোন হিসাবে চিহ্নিত করে কঠোরভাবে লকডাউন কার্যকর করা হচ্ছে, সেসব এলাকায় লকডাউন এর সময় আরো এক সপ্তাহ বাড়ানো হচ্ছে।

টেকনাফ উপজেলার ইউএনও মোঃ সাইফুল ইসলাম টেকনাফ উপজেলা প্রশাসনের ফেসবুক আইডি’তে দেওয়া এক স্ট্যাটাসে একথা জানিয়েছেন। স্ট্যাটাসে তিনি বলেন, সার্বিক অবস্থা দেখে লকডাউনের সময় আরো বাড়ানো হতে পারে। এজন্য তিনি টেকনাফ পৌরবাসীকে মানসিকভাবে প্রস্তুত থাকার অনুরোধ জানিয়েছেন। বর্তমানে ‘রেড জোন’ চিহ্নিত টেকনাফ পৌরসভার আংশিক এলাকায় গত ৭ জুন থেকে শুরু হয়ে আগামী ২১ জুন পর্যন্ত লকডাউন চলবে। পরবর্তীতে আবার দ্বিতীয় দফায় আগামী ২২ জুন থেকে ২৮ জুন পর্যন্ত আর এক সপ্তাহ লকডাউন এর সময় বাড়ানো হচ্ছে।

Latest articles

Related articles