তারুণ্যের প্রতীক তারকা ফুটবলার মহম্মাদ সালহা
১৯৯২ সালের ১৫ই জুন মিসরের ঘারবিয়ার অন্তর্গত নাগিরিগ শহরে একটি মধ্যবিত্ত পরিবারে জন্ম গ্রহণ করেন মহম্মাদ সালহা। ব্যক্তি জীবনে সালাহ খুব সচেতনভাবে ইসলামী জীবনবিধান মেনে চলেন। এর প্রকাশ পাওয়া যায় তিনি মাঠে গোল করার পর। প্রতিটি গোলের পরে তিনি কিবলামূখী হয়ে সিজদাহ দেন।
২০১২ ইসলামী রীতি অনুসারে বিয়ে করেন ম্যাগি নামের একজন ইসলামী নারীকে। এই দম্পতির ঘরে “মক্কা” নামে একজন কন্যা সন্তানও রয়েছে। তার উদারতার প্রকাশ পাওয়া যায় বিয়ের অনুষ্ঠানে।
তার বিয়েতে কোন নির্দিষ্ট আমন্ত্রিত অতিথি ছিলো না। পুরো গ্রামের মানুষকে তিনি দাওয়াত করেন। এছাড়া বিভিন্ন মিডিয়া অনুষ্ঠানেও তিনি অন্য সবার থেকে অনেকটাই আলাদা।