নাজমুল সর্বদা, বালুরঘাট, এনবিটিভি: দিনের পর দিন করোনা ক্রমশ বেড়েই চলেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। উত্তর দিনাজপুর জেলায় কুমারগঞ্জ ব্লকে মিলল করোনা আক্রান্তের সংখ্যা। নতুন করে সেখানে ৪৩ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছে।
জানা গিয়েছে, যেভাবে অন্য জেলাতে করোনা রোগী সুস্থের হার যেমন বেড়ে চলেছে, ঠিক তেমনই উত্তর দিনাজপুরেও সুস্থের হার অনেক ভালো ছিলো বলে জানা গিয়েছে । কিন্তু এইরকম পরিস্থিতিতে করোনা আক্রান্তের সংখ্যা হঠাৎই বৃদ্ধি পেলো।
দক্ষিণ দিনাজপুর জেলায় স্বাস্থ্য দপ্তর থেকে করোনা ভাইরাস আক্রান্তের চিকিৎসা সবরকম ব্যবস্থা করা হচ্ছে বলে জানা যায়। নতুন ভাবে করোনা আক্রান্তের বিষয়ে জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর কিছু মন্তব্য করতে চাননি সংবাদ মাধ্যমের সামনে।